শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

কয়রায় বিএনপি’র মনোনয়ন পেতে ১৮ জনের আবেদন জমা

কয়রা প্রতিনিধি
আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ১৮ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা বিএনপি অফিসে এ আবেদন জমা নেওয়া হয়। আগামীকাল শনিবার এসব প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানা গেছে। কয়রা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, সম্প্রতি জেলা বিএনপির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জমা নেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আবেদন জমার শেষ দিনে কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে মনোনয়নের জন্য আবেদনকারীরা হলেন, আমাদি ইউনিয়নে সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, পারভেজ রেজা তানভীর, বাগালি ইউনিয়নে এস.এম.এ রহিম, সোলায়মান কবির, মহেশ্বরীপুর ইউনিয়নে গাজী রফিকুল ইসলাম, গাজী শাহজান, হাবিবুর রহমান, মহারাজপুর ইউনিয়নে মোঃ মনিরুজ্জামান বেল্টু, সদর উদ্দীন আহমেদ, মেহেদী হাসান মিলন, আবু সাঈদ বিশ্বাস, কয়রা সদর ইউনিয়নে এইচ.এম শাহবুদ্দীন, এফ.এম মনিরুজ্জামান, উত্তর বেদকাশি ইউনিয়নে সরদার মতিয়ার রহমান ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে মনজুর আলম নান্নু, সিরাজুল ইসলাম, গাজী বিল্লাল হোসেন, আব্দুর রহমান ফারুকী বাচ্চু। এর মধ্যে উত্তর বেদকাশি ইউনিয়ন থেকে একজন মাত্র প্রার্থী বিএনপির দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শফিকুল আলম মনা বলেন, প্রার্থীদের সাক্ষাৎকার শেষে উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতা কর্মীদের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
0

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for Comments at কয়রার সংবাদ