আমাদী প্রতিনিধি : কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন ভুমি অফিসে বিদ্যুৎ সংযোগ
না থাকায় কার্যক্রম পরিচালনায় ব্যাপক অসুবিধা দেখা দিচ্ছে। ভোগান্তির
স্বীকার হচ্ছে সাধারন মানুষ। ইউনিয়ন ভুমি অফিস সরকারী দপ্তরের অন্যতম।
প্রতিনিয়ত কর্মব্যস্ততা ও ভুমি অফিসের বিশেষ সেবা জনগনের অপরিহার্য অংশ।
আমাদী ইউনিয়ন ভুমি অফিস তার মধ্যে অন্যতম। জেলা প্রশাষক , অতিরিক্ত জেলা
প্রশাষক , উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা ভুমি কর্মকর্তা সহ অতি গুরুত্বপুর্ণ
পদের সরাসরি পরিচালনায় আমাদী ইউনিয়ন ভুমি অফিসে আজও বিদ্যুতের ছোঁয়া
লাগেনি। আমাদি ইউনিয়ন ভুমি অফিসের সহঃ ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ জাকির
হোসেনের সাথে আলাপ কালে তিনি বলেন , অত্র অফিস থেকে ব্যাপক ভাবে জনগনের
সেবা প্রদান করা হয়। কোন কোন দিন রাত ১০ টা পর্যন্তও অফিস কার্যক্রম চলে।
প্রয়োজনে মোমবাতী জ্বালিয়ে কাজ করতে হয়। তারপরেও বিদ্যুৎ অত্র ভুমি অফিস
সম্প্রতি কয়রা উপজেলার শ্রেষ্ঠ ভুমি অফিস নির্বাচিত হয়েছে। এই ভুমি
অফিসে সরকারী কম্পিউটার থাকলেও তা বিদ্যুতের কারনে বন্দ আছে। কম্পিউটারের
কাজ বাইরের থেকে করতে হয়। সেখানে অতিরিক্ত খরচের কারনে সরকারী অর্থ নষ্ঠ
হচ্ছে। তাছাড়া কম্পিউটারের কাজের জন্য অফিস স্টাফ একজনকে প্রায়ই বাইরে
রাখতে হয় যে কারনে কাজের বিঘিœত হওয়াটা স্বাভাবিক। তিনি প্রতিবেদককে বলেন
সম্প্রতি বিদ্যুৎ লাইন নির্মান সহ আনুসাঙ্গিক কার্যক্রম সম্পন্ন , আবেদনের
প্রক্রিয়াও চলছে। দ্রুত বিদ্যুতের ব্যবস্থা হলে অফিসের কার্যক্রমকে আর
বেগবান করা সম্ভব বলে তিনি মনে করেন। সে জন্য বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ঠ
সকলের আশু হস্তক্ষেপ কামনা করছে সহকারী ইউনিয়ন ভুিম কর্মকর্তা মোঃ জাকির
হোসেন ।
হোসেন ।
posting #amadinews
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for Comments at কয়রার সংবাদ