বুধবার, ১ জুলাই, ২০১৫

≠ এ বাংলাদেশ ভয়ংকর, মানছেন south আফ্রিকা কোচ ≠

≠ এ বাংলাদেশ ভয়ংকর, মানছেন south আফ্রিকা কোচ ≠

০১/০৭/২০১৫

ক্রীড়া ডেস্ক

‘বাংলাদেশকে আমরা সমীহ করছি’এমন কথা আর নতুন কী! বাংলাদেশে সিরিজ খেলতে এসে এমনটা নিয়মিত বলে থাকে সব শক্তিশালী দলই। তবে এবার প্রোপট ভিন্ন। এরই মধ্যে পাকিস্তান-ভারত বুঝেছে, বাংলাদেশ কতটা দুর্দান্ত! দণি আফ্রিকাও মানছে, এই বাংলাদেশ ভয়ংকর!
বিলম্ব ফাইটে বিকেলে ঢাকায় পা রেখেছে দণি আফ্রিকা। বাংলাদেশে আসার আগে প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, বদলে যাওয়া এ বাংলাদেশ দুরন্ত, ‘বাংলাদেশের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। তারা অনেক আক্রমণাত্মক খেলছে। এ মুহূর্তে তাদের ভীষণ উদ্যমী এবং আত্মবিশ্বাসী দল মনে হচ্ছে। আত্মবিশ্বাস ও নতুন কিছু প্রতিভার সমন্বয়ে তাদের আরও দুরন্ত ও ভয়ংকর করে তুলেছে।’




দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটা দণি আফ্রিকার দিকেই হেলে আছে। ১৪ ওয়ানডের ১৩টিই জিতেছে প্রোটিয়ারা। বাংলাদেশ মাত্র একটি। সেই একমাত্র জয়টি এসেছিল ২০০৭ বিশ্বকাপে। টেস্ট পরিসংখ্যানেও প্রোটিয়াদের একচ্ছত্র আধিপত্য। আট টেস্টের প্রতিটিই জিতেছে দণি আফ্রিকা। আর এ পর্যন্ত মুখোমুখি দুটো টি টোয়েন্টির দুটিই জিতেছে প্রোটিয়ারা। পরিসংখ্যান যা-ই থাকুক না কেন দণি আফ্রিকার টি টোয়েন্টি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি অবশ্য এ সবে গুরুত্ব দিচ্ছেন না। বরং বলছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার দিন শেষ।’
ডু প্লেসির এমনটা মনে করার কারণ বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা, ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ। এরপর ভারতের বিপে প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ক্রিকেটের যেন সোনালি সময়ই যাচ্ছে।
এবার দণি আফ্রিকা দলে এসেছে বেশ কয়েকটি তরুণ মুখ। তাদের জন্য সফরটা চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন কোচ ডোমিঙ্গো, ‘দর্শক, আবহাওয়া, উইকেটের ধরন আর বাংলাদেশ যেভাবে খেলছে, তাদের জন্য কঠিন এক সফরই হতে যাচ্ছে। তাদের সামার্থের চূড়ান্ত পরীাই হবে এ সফরে।’
কদিন আগে ভারতের বিপে বাংলাদেশ খেলিয়েছিল চার পেসার। তাতে সাফল্যও পেয়েছিল। দণি আফ্রিকার বিপে বাংলাদেশ একই কৌশল প্রয়োগের সম্ভাবনা সামান্যই। সেটি জানেন ডোমিঙ্গও। প্রোটিয়া কোচ বললেন, ‘মনে হচ্ছে, চিরাচরিত উপমহাদেশীয় উইকেটই হবে। তারা জানে আমাদের চারজন দ্রুত গতির বোলার আছে। যদি তারা ফাস্ট বোলিং-বান্ধব উইকেট তৈরি করে, আমাদের জন্য খেলতে সুবিধাই হবে।’
0

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for Comments at কয়রার সংবাদ