০৩/০৭/২০১৫
ডেস্ক রির্পোট : কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামে মোঃ আকবর সরদারের জায়গা জমি তার ৪ছেলের মাঝে
ভাগ করে দেওয়া সময়ে বড় ছেলে ইব্রাহিম ও
ছোট ছেলে সাহেব আলীর মধ্যে তর্কবিতর্কের মাধ্যমে এক পর্যয়ে, দুই ভাইয়ের মধ্যে হতাহতের
ঘটনা ঘটে, ঘটনাস্থলে গুরুতর আহত হয় বড় ভাই
ইব্রাহিম সরদার (৩৫)ও তার স্রী সেলিনা পারভীন (২৬)
ডেস্ক রির্পোট : কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামে মোঃ আকবর সরদারের জায়গা জমি তার ৪ছেলের মাঝে
ভাগ করে দেওয়া সময়ে বড় ছেলে ইব্রাহিম ও
ছোট ছেলে সাহেব আলীর মধ্যে তর্কবিতর্কের মাধ্যমে এক পর্যয়ে, দুই ভাইয়ের মধ্যে হতাহতের
ঘটনা ঘটে, ঘটনাস্থলে গুরুতর আহত হয় বড় ভাই
ইব্রাহিম সরদার (৩৫)ও তার স্রী সেলিনা পারভীন (২৬)
এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার আনমানিক বিকাল ৫টার দিকে মোঃ
আকবর সরদারের ৪সন্তানদের কে তার জমি
ভাগ করে দেওয়া সময়,
আকবর সরদারের ৪সন্তানদের কে তার জমি
ভাগ করে দেওয়া সময়,
বড় ছেলে ইব্রাহিম ও সাহেবের সাথে কথা কাটাকাটি হয়,তার এক পর্যয়ে সাহেব ছুটে গিয়ে
ঘর থেকে লোহার রড নিয়ে এসে পিছনের দিক থেকে বড় ভাই ইব্রাহিমের মাথায় আঘা করে।
তার দুর থেকে ঘটনাটি দেখে তার স্রী সেলিনা
ছুটে আসলে তাকেও মাথায় আঘাত করে।
তার দুর থেকে ঘটনাটি দেখে তার স্রী সেলিনা
ছুটে আসলে তাকেও মাথায় আঘাত করে।
তারপর স্থানীয় কিছু মানুষ ইব্রাহিম ও তার স্রী সেলিনাকে তাৎক্ষণিক কয়রা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স নিয়ে যায়।
তারপর কর্তব্যরত ডাক্তার সুজাত আহমেদের
চিকিৎসাধীনে তারা এখন মোটামুটি ভাবে সুস্থ্য আছেন।
তবে ডাঃ সুজাত আহমেদ কয়রার সংবাদ কে জানান ইব্রাহিমের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে
ভাল চিকিৎসা না পেলে আগামীতে বড় ধরণের
সমস্যা হতে পারে বলে মনে করছি ।
চিকিৎসাধীনে তারা এখন মোটামুটি ভাবে সুস্থ্য আছেন।
তবে ডাঃ সুজাত আহমেদ কয়রার সংবাদ কে জানান ইব্রাহিমের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে
ভাল চিকিৎসা না পেলে আগামীতে বড় ধরণের
সমস্যা হতে পারে বলে মনে করছি ।
তবে তার পিতা জানান, এ ব্যাপারে থাকায় মামলা করিনি।
A post by #amadinews
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for Comments at কয়রার সংবাদ