রবিবার, ১২ জুলাই, ২০১৫

কয়রায় বনদস্যু আটক ২টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার


কয়রা ডেস্ক : কয়রা থানা পুলিশ এক অভিযান চালিয়ে সুন্দরবনের কুক্ষ্যাত বনদস্যু ইমদাদ বাহিনীর সদস্য কামরুল ইসলাম(৩০)কে আটক করেছে। এসময় পুলিশ জনতার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ২টা পিস্তল ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়,কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে এস আই আলাউদ্দীন,এএস আই রফিক সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রুবার রাত ১১ টায় উপজেলার বাগালী ইউপির হোগলা ব্রীজ সংলগগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আটককৃত কামরুল সুন্দরবনের বনদস্যু ইমদাদ বাহিনীর সক্রিয় সদস্য। সে তালা থেকে সুন্দরবনে ইমদাদ বাহিনীতে যোগ দিয়ে দস্যুতা চালানোর উদ্যেশ্যে জাওয়ার পথে গোপন সংবাদে খবর পেয়ে হোগলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২টি পিস্তল ও তিন রাউন্ড রাইফেলের গুলি (পিস্তলে ব্যাবহার যগ্য) উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে পুলিশ শুক্রুবার রাতেই কয়রা থানায় অস্ত্র আইনের ১৯/এ এফ ধারায় মামলা দায়ের করেছে। কয়রা থানার মামলা নং-৮।
আটককৃত বনদস্যু কামরুল জানান,পিস্তল দুটি কপিলমুনি এলাকার জনৈক্য বাবলু তাকে সুন্দরবনে ইমদাদ বাহিনির নিকট পৌছে দেওয়ার জন্য পাঠিয়েছিল। আটককৃত বনদস্যু কামরুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়োগাছা এলাকার জিল্লার রহমানের পুত্র।
0

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for Comments at কয়রার সংবাদ